Saturday, October 30, 2021

27>|| ঈশ্বরের সঙ্গে একলা থাক ||

27>|| ঈশ্বরের সঙ্গে একলা থাক ||

               স্বামী যতীশ্বরানন্দ

সাধুসঙ্গের সুযোগ না হলে কি করা যাবে?"

★ইষ্ট দেবতার, তাঁর শুদ্ধ সাকার রূপের ধ‍্যান কর, তাঁরই সঙ্গ কর। ইষ্টের সঙ্গে কথা বলতে শেখ।"

★যখনই তুমি সাধুসঙ্গের প্রয়োজন বোধ করবে ঈশ্বরের চিন্তা কর; তাঁর নাম জপ কর। তিনিই আমাদের পেছনে সর্বশক্তির ধারক হয়ে রয়েছেন, তাঁকে বাদ দিলে আমাদের কোন অস্তিত্বই থাকে না। তিনি আমাদের আত্মার আত্মা। এই অন্তরাত্মার সঙ্গে সংযোগসাধনের চেষ্টা কর।

★একলা থাকার এক সহজাত ভীতি সকলের মধ্যেই যেন আছে বলে মনে হয়। কোন রকম একটা সঙ্গী তাদের সর্বদা দরকার। 

★কিন্তু যারা অন্তর থেকে নিজ ব‍্যক্তিত্বকে একটি পূর্ণ রূপ দিতে সমর্থ হয়েছে তাদের আর বাহ‍্য অবলম্বনের প্রয়োজন হয় না।

★একলাই শান্তিতে থাক। কেবল একলা থাকলেই তুমি ভগবৎ সঙ্গ আরো স্পষ্টভাবে অনুভব করতে পারবে। ঈশ্বরের সঙ্গে একলা থাক। অন্তরের দেবতার সঙ্গই আমাদের পক্ষে যথেষ্ট।"

             ------ স্বামী যতীশ্বরানন্দ ------

*** জয়তু শ্রীরামকৃষ্ণ জয় মা জগৎজনণী জয় স্বামীজি মহারাজ ।লহ প্রনাম ।শুভ রাত্রি ।ভালো থাকবেন সকলে ।।***

                (সংগ্রহীত)

                 আদ্যনাথ

=====================

No comments:

Post a Comment