25>||পূজো , জপ , একাদশী নিয়ে মা কিছু উপদেশ
পূজো , জপ , একাদশী নিয়ে মা কিছু উপদেশ দিয়েছেন। কিছু না খেয়ে পূজো করার পক্ষপাতী মা একেবারেই ছিলেন না। কারন মা জানতেন খাবার খেলে তবেই শরীর শক্তি পাবে। তাতে পূজো জপ অনেক ভালো হবে। কোনকিছু খাওয়া ত্যাগ করতে ঠাকুর মা কেউই বলেন নি। ঠাকুরও বলতেন কিছু খেয়ে পূজো করবে। খালি পেটে থাকবে না। স্বামীজি বলতেন ----"খালি পেটে কখনো ধর্ম হয় না।"
" জনৈকা ভক্তমহিলা --- একাদশীতে ভাত খান শুনে মা তাঁকে বলছেন, "বৌমা তুমি সধবা মানুষ, একাদশীর দিন ভাত খাবে। উপবাস করবে না। মাছের তেলে মাথা ঠাণ্ডা থাকে, খাবে। খাওয়ার মধ্যে কিছু নেই মা। জিহ্বাকে কষ্ট দেবে না। যা খাওয়ার ইচ্ছে হয় তাঁকে নিবেদন করে খাবে।
অনিবেদিত বস্তু খাবে না। প্রসাদ আর হরিতে কোন বিভেদ নেই জানবে। খেয়ে-দেয়ে ঠাণ্ডা হয়ে ভগবানের নাম করবে। মায়ের কথা শুনে ভক্তমহিলাটি মাকে জিজ্ঞাসা করলেন, "সকালে উঠে আগে জপ করে নিয়ে তিনি তারপর কিছু খান।" মা তার উত্তরে বলছেন, "সকালে আগে কিছু খেয়ে জপ করা যায়, তাতে কোন দোষ নেই।
সন্ধ্যেবেলাতেও সারাদিনের কাজের পরে মুখে কিছু দিয়ে জল খেয়ে জপ-ধ্যানে বসলে শরীরটা বেশ শীতল হয়ে যায়। "
জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি🙏
No comments:
Post a Comment