54>অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য:::---
অক্ষয় তৃতীয়া এক বিশেষ তথা
অতিপবিত্র তিথি।
অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি।
অক্ষয় তৃতীয়া এক বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না।
বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোন কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি শুভ কাজ করা হয় তার জন্যে লাভ হয় অক্ষয় পূণ্য আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ।
সেই কারণেই এইদিনে বিশেষ মুহূর্তে পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেয়ার মত কাজ করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে সেই হেতু এই দিনের প্রতিটি কাজের প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় একটু শুভ চিন্তা ও সতর্কভাবে। এই দিনটি ভালোভাবে কাটানোর অর্থ শুভ কর্ম ও
সাধন জগতের পথে অনেকটা চলের সার্থকতা খুঁজে পাওয়া। জীবনকে সুন্দরের পথে এগিয়ে রাখা।
সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে থাকা।
আজসেই শুভ অক্ষয়তৃতীয়া সকলের দিনটি ভালো কাটুক-এই কামনায় করি।
এই দিনটিতে ঘটে যাওয়া কিছু এবং
নেমে রাখার মতন কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা::----
●1>পিতামহ অংশুমান এবং পিতা মহারাজ দিলীপের পুত্র ভাগীরথ
ভীষণ তপস্যা করে এই অক্ষয় তৃতীয়াতে গঙ্গা দেবীকে মর্ত্যে নিয়ে এসেছিলেন।
●2> আজকেরদিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আবির্ভুত হয়েছিলেন পৃথিবীতে।
●3> এই অক্ষয় তৃতীয়ার দিনেই গণপতি গনেশ বেদব্যাসের মুখনিঃসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন।
●4> এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে।
●5> এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের সূচনা হয়।
●6> এই অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এদিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
●7>এই অক্ষয় তৃতীয়ার দিনেই কৃষ্ণভক্ত
কৃষ্ণপ্রেমী সুদামা শ্রী কৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তাঁর থেকে সামান্য চালভাজা নিয়ে শ্রী কৃষ্ণ তাঁর সকল দুঃখ মোচন করেন।
●8> এই অক্ষয় তৃতীয়ার দিনেই
দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরনাগতের পরিত্রাতা রূপে এদিন শ্রী কৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন।
●8> এই অক্ষয় তৃতীয়ার দিনেই মহাতীর্থ পুরীতে প্রভুজগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে রথ নির্মাণ শুরু হয়।
●10> এই অক্ষয় তৃতীয়ার দিনেই
কেদার-বদরী-গঙ্গোত্রী-যমুনত্রীর যে মন্দির শীতকাল ছয়মাস বন্ধ থাকে এইদিনেই তার দ্বার উদঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অলৌকিক দৃশ্য, সেই অক্ষয়দীপ যা ছয়মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল সেই অক্ষয় প্রদীপ ছয়মাস পরেও ঠিক তেমনি জ্বলছে।
সকলকে জানাই আমার শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
ঈশ্বরের আশীষ বর্ষিত হোক আপনাদের সকলের তরে।
অক্ষয় তৃতীয়ার শুভ আশীষ বর্ষিত হোক,
বর্ষিত হোক ঈশ্বরের আশীর্বাদ, সকলের মন হৃদয় পরিপূর্ণ হোক পুষ্পের গন্ধ্যে, মনে আনুক অনাবিল আনন্দ...প্রতি ক্ষণে। আপনার ও প্রিয়জনদের জন্য রইল শুভকামনার ডালি। শুভ অক্ষয় তৃতীয়া।
<-----আদ্যনাথ রায় চৌধুরী---->
30/04/2025 ::সকাল 06:12:20
==========================
No comments:
Post a Comment