38> || ক্ষণ-চর ||
অতি চঞ্চল ও দেখতে সুন্দর এমন এক মানুষ এক ট্রেন থেকে নামলো, কিন্তু তাকে আবার আরেক ট্রেনে উঠতে হবে একটু পরে, বোধ হয় 20 মিনিট পরেই আসবে পরবর্তী ট্রেন । সেই কারণে মাঝখানে সে অপেক্ষা করার জন্য ওয়েটিং রুমে ঢুকলো।
ওয়েটিং রুমে ঢুকেই তার চোখ পড়ল রুমের লাইট টি নষ্ট। তাই সে একটি এনার্জি বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরে ময়লা, তাই একটি ঝাড়ু কিনলো, এবং সে রুমটি ঝাড়ু দিলো। তারপর সে খেয়াল করলো রুমের বসার চেয়ারগুলো বেশি একটা আরাম দায়ক নয়, তাই সে একটি আরাম দায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো।
এখন সে অনেক ক্লান্ত হয়ে গেল, তাই একটু বিশ্রাম দরকার এবং তার আরাম দায়ক চেয়ারে বসতে যাচ্ছে এই মূহুর্তে হঠাৎ করেই ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে উঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্য স্থানে চলে গেল.......আপনি ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই।
কিন্ত আপনি কি জানেন এই লোকটি কে?
এই লোক টি আর কেউ নয়
আপনি - আমি!!!
অবাক হলে ও এটাই সত্য আমরাও পৃথিবীতে এসেছি সামান্য সময়ের জন্য।
এখানে,,
১ম ট্রেন আমাদের জন্ম....
২য় ট্রেন আমাদের মৃত্যু এবং আমাদের গন্তব্য ( স্বর্গ অথবা নরক )।।
আর জগতের জীবন হচ্ছে ওয়েটিং রুম।।
যেখানে আমরা মাত্র কিছু সময় থাকবো।
অথচ এই পৃথিবীর জীবনকেই এমন ভাবে সাজাচ্ছি।
যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে এবং আমাদের এই সাজানো গোছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে।
আমরা এই ওয়েটিং রুমটি সাজিয়ে কয় মিনিট ভোগ করতে পারবো.........!!!
ঈশ্বর আমাদের সবাইকে জগতের মোহ কাটিয়ে স্বর্গরাজ্যে যাওয়ার খোরাক যোগাড় করার মনমানসিকতা দান করুন ..
"সংগ্রহীত"
<---আদ্যনাথ রায় চৌধুরী--->
==========================
No comments:
Post a Comment