Saturday, February 3, 2024

52>|| মহালয়ার নান্দীপাঠ ||

   52>||  মহালয়ার নান্দীপাঠ ||


 (সংগ্রহীত)

=========================

 1>||  মহালয়ার নান্দীপাঠ ||

"জাগো দুর্গা" আনন্দবাজার পত্রিকা


যে নন্দীপাঠের বয়স বাড়লেও তা কখনও পুরনো হবে না, সেই গীতি-মন্ত্র-ভাষ্যের আশ্চর্য ইন্দ্রজাল মানসপটে মিলে মিশে যায় শরতের নীল আকাশ, কাশের বন আর মাতৃমুখের তিনটি ডাগর চোখ।

বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের সূচনাবিন্দুতে  জড়িয়ে আছেন বাণীকুমার, পঙ্কজকুমার মল্লিক ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই সম্মিলিত কালজয়ী সৃষ্টি, "মহিষাসুরমর্দিনী"।


নান্দী এর বাংলা অর্থ

নান্দী এর বাংলা অর্থ নান্দী [ nāndī ] বি. কাব্য, নাটক ইত্যাদির আরম্ভের সময় দেবতার স্তব বা মঙ্গলাচরণ।;

[সং. √ নন্দ্ + ণিচ্ + ই + ঈ]।;


নান্দীকর , নান্দীপাঠ যে নান্দী পাঠ করে।;

নান্দীমুখ বি. ১. শুভকর্মের শুরুতে করণীয় শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ; 

২. বৃদ্ধিভোজী মাতাপিতৃগণ যথা, পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ।;নান্দীমুখী বি. বৃদ্ধিভোজী মাতৃগণ।;

নান্দীরোল বি. ১. সজোরে মন্ত্রোচ্চারণ; ২. (গৌণ অর্থে) রণহুংকার (‘যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দীরোল’: জী. দা)।;[নান্‌দি] (বিশেষ্য) ১ কাব্য-নাটকাদির প্রারম্ভে সুসম্পন্নতা কামনা করে স্তুতি, মঙ্গলাচারণ। ২ স্তুতি; বন্দনা (সাগরপারে গান্ধী করে জাতীয়তার নান্দীপাঠ-সত্যেন্দ্রনাথ দত্ত)। নান্দীকর (বিশেষ্য) ১ স্তুতিপাঠক; বন্দনাকারী। ২ মাঙ্গলিক অনুষ্ঠানকারী। নান্দীমুখ (বিশেষ্য) হিন্দুদের আভ্যুদয়িক শ্রাদ্ধ; বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি শুভকর্মের পূর্বে যে শ্রাদ্ধ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √নন্দ্‌+অ(ঘঞ্‌)+ঈ(ঙীষ্‌)};

===========================